আর্কাইভ থেকে অপরাধ

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাৎ চক্রের ১ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করায় রইস উদ্দিন নামে প্রচারক চক্রের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (২৯ জুন) দিবাগত মধ্যরাতে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বক্স সরকারের ছেলে।

বুধবার (৩০ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

 র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার জানান, চাকুরি দেয়ার কথা বলে সিরাজগঞ্জের উল্লাপাড়ার আলম সরকারের কাছ থেকে ৫ লাখ ৫ হাজার টাকা নেয় রইস উদ্দিন। পরে সেই টাকা আত্মসাৎ করে রইস।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্ত ব্যক্তিকে  গ্রেপ্তারের আকুতি জানায়। পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে,  দীর্ঘদিন যাবত সে এমন প্রতারণার সঙ্গে জড়িত বলে স্বীকার করে।

 পরে রইস উদ্দিনকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন