আর্কাইভ থেকে বাংলাদেশ

বাইডেনের নজরদারিত্বে কখনো পারমাণবিক অস্ত্র পাবে না ইরান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নজরদারিত্বে কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না ইরান। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভান রিভলিনের সঙ্গে বৈঠকে একথা বলেছেন বাইডেন। তিনি ইসরায়েলি প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানকে অনুমতি দেবে না।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট রিউভান রিভলিনকে বাইডেন বলেন, আমার নজরদারিত্বে কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না ইরান।

এদিকে সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোয় অভিযুক্ত ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দেওয়ায় আইনগত কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেস সম্পর্কিত সমালোচকদের সমালোচনা নাকচ করে দেন বাইডেন। তিনি বলেন, এ ব্যাপারে আমার কর্তৃত্ব রয়েছে।

জানুয়ারিতে বাইডেন ডোনাল্ড ট্রাম্পের স্থলাভিষিক্ত হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘনিষ্ট সম্পর্ক অনেকটা হোঁচট খায়। ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারানোর পর বেনেট নতুন সরকার গঠন করায় আবারো সম্পর্ক গড়ে তুলতে দ্বার উন্মোচন করে দেয় যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই বেনেট যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানা গেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, বাইডেন-রিভলিনের মধ্যে বৈঠকে নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কিত স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক জোরারো করার বিষয়ে বেশি জোর দেওয়া হয়।

এখনও বেনেটের হোয়াইট হাউস সফরের তারিখ নির্ধারণ করা হয়নি বলেও জানান সাকি। তবে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনেটের সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন বাইডেন এবং খুব শিগগিরই তার এ সফর অনুষ্ঠিত হবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন