আর্কাইভ থেকে বাংলাদেশ

লিটারে ৪ টাকা কমেছে ভোজ্যতেলের দাম

সয়াবিন, পামওয়েল এবং খোলা তেলসহ সব ধরনের ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ১ জুলাই বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সামনে ঈদ আর করোনাভাইরাসের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইর্নাস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩০ জুন) সংগঠনটির সচিব নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

দাম কমানোর ফলে খোলা সয়াবিন তেল এক লিটার বিক্রি হবে ১২৫ টাকায়। এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকা দরে। আর বোতলজাত ৫ লিটার বিক্রি হবে ৭১২ টাকায়। এছাড়াও খোলা পামওয়েল সুপার তেল বিক্রি হবে ১০৮ টাকা লিটার।

এর আগে গত ২৭ মে সয়াবিনসহ সব ধরনের ভোজ্যতেলের দাম লিটারে ৯ টাকা বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। দুই মাস পর লিটারে চার টাকা কমল তেলের দাম।

উল্লেখ্য, ভোজ্যতেলের দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কর ছাড়ের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল। এরপর সরকার অগ্রিম মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) আদায় থেকে অব্যাহতি দেয়।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন