আর্কাইভ থেকে ক্রিকেট

ক্রিকেটের স্বার্থে কাদা ছোড়াছুড়ি নয়: আকরাম খান

ক্রিকেটের স্বার্থে কোন কাদা ছোড়াছুড়ি নয়। বোর্ড পরিচালক খালেদ মাহমুদকে পাল্টা জবাব দিলেন আকরাম খান। 'এ' দলের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাহমুদ। কিন্তু আকরাম বলছেন, ক্রিকেট অপারেশন্স সঠিক পথেই হাঁটছে। বছর শেষে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে 'এ' দল। সঙ্গে অস্ট্রেলিয়ার দেয়া শর্ত মেনে এগুচ্ছে বিসিবি।
 
বাংলাদেশ 'এ' দলের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা খালেদ মাহমুদের জন্য দুদিনের মধ্যেই আকরাম খানের উত্তর। নভেম্বরে লঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। যেখানে লঙ্গার ভার্সনের ম্যাচ আয়োজনের চেষ্টায় বিসিবি।

দুই বোর্ড পরিচালকের দ্বন্দ্ব গড়িয়েছিলো বিসিবি সভাপতি নাজমুল হাসানের কোর্টে। নিজ বাসায় ডেকে পাঠিয়ে কথা বলেছেন। কিছুটা হতাশা ঝরেছে সাবেক এই অধিনায়কের কণ্ঠে।
 
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর চূড়ান্ত। সঙ্গে অজিদের দেয়া শর্তগুলোও পূরণ করছে বিসিবি। সাতদিনে পাঁচ ম্যাচ। ২ থেকে ৮ আগস্টের মধ্যে হোম অব ক্রিকেটে গড়াবে টি টোয়েন্টি ফরম্যাটের খেলাগুলো।
 
সভাপতির সবুজ সংকেত পেলে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করবে বিসিবি।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন