আর্কাইভ থেকে ফুটবল

ইউরোতে করোনার হানা, ভেন্যু ঘিরে শঙ্কা

ইউরোর এমন জমজমাট লড়াই আদৌ দেখেছিলো কখনো ফুটবল বিশ্ব? আসর শুরুর আগে ফেভারিটের তালিকায় থাকা অধিকাংশ দলই ছিটকে গেছে রাউন্ড অব সিক্সটিন থেকে। অপেক্ষায় এখন কোয়ার্টার ফাইনাল। তবে করোনার সংক্রমণ বাড়ায় সেমিফাইনাল আর ফাইনালের ভেন্যু ওয়েম্বলিকে ঘিরে জমেছে শঙ্কার মেঘ।
 
ফুটবল জীবনের চেয়েও বেশি কিছু। পৃথিবীর জনপ্রিয়তম খেলাকে এভাবেই বিশেষায়িত করেছেন লিভাপুল কিংবদন্তি বিল স্যঙ্কলি। ফুটবল হাসায়, ফুটবল কাঁদায়.ফুটবলেই বাঁচে এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়।

দ্যা মোস্ট বিউটিফুল গেম আরো বেশি মহিমান্বিত হয়েছে এবারের ইউরোয়। ক্রিস্তিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, টমাস মুলারদের মলিন মুখগুলোর বিপরীতে চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, ইউক্রেনের মত দলগুলোর দারুন জয় নয়া দিগন্তের সূচনা।

গেলো আসরের কোয়ার্টার ফাইনালে খেলা দেশগুলোর মধ্যে মাত্র দুই দলই টিকে আছে এবারের শেষ আটে। ফেভারিটদের বিদায়ের মিছিলে আছে গত আসরের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও পর্তুগালের নাম। স্বপ্নভঙ্গের বেদনায় নীল হয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল জার্মানিও।

তবে বিজ্ঞাপনের বাজারে সেমিফাইনালে হাইভোল্টেজ তকমা পাচ্ছে বেলজিয়াম-ইতালি মহারণ। যদিও আজ্জুরিদের মুখোমুখি হওয়ার আগে চিন্তার পাহাড় জমেছে রেড ডেভিল শিবিরে। ইনজুরিতে অনিশ্চয়তায় দলটির দুই নিউক্লিয়াস এইডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইনা।

আজ সকালেও এইডেন মেডিক্যাল স্টাফদের সাথে জিমে সময় কাটিয়েছে। যেভাবেই হোক, ও কোয়ার্টার ফাইনাল খেলতে চায়। এজন্য কঠোর পরিশ্রমও করছে।

ইউরোর ভেন্যু নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। লন্ডনে করোনার ভারতীয় ডেলটা ধরণের ঊর্ধ্বমুখীতার কারণে ইংল্যান্ডে দুই সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। উয়েফাকে বিকল্প ভেন্যু খোঁজার পরামর্শ দিয়েছেন ইইউর ভাইস প্রেসিডেন্ট।

কোয়ার্টার ফাইনালের আগে সমালোচনা চলছে ইংলিশ সমর্থকদের নিয়েও। ওয়েম্বলিতে ইতিহাস গড়ার ম্যাচে এক জার্মান ক্ষুদে সমর্থককে দুয়োধ্বনি দিয়ে তোপের মুখে থ্রি লায়ন্স ফ্যান। মাঠে আসা কোমলমতি জার্মান শিশুর কান্না উপেক্ষা করে তার প্রতি বিরুপ আচরণ প্রশ্নের মুখে ফেলেছে ইংলিশদের মানসিকতাকে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন