২৩ দিনে নিপা ভাইরাসে মৃত্যু তিনজন
গেলো জানুয়ারির প্রথম সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোদাগাড়ি উপজেলার মাটিকাটা গ্রামের এক নারীর প্রথম নিপা ভাইরাসে মৃত্যু হয়। এছাড়াও চলতি বছরের প্রথম ২৩ দিনে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। জানিয়েছে আইইডিসিআর।
সোমবার (২৩ জানুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্য বলেছে, গত বছর এই ভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়।