মাটি কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা
শরীয়তপুর সদরে কীর্তিনাশা নদী পাড়ের মাটি কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। এলাকাবাসীদের অভিযোগ, দিনরাত অবৈধভাবে মাটি কাটায় হুমকির মুখে পড়েছে স্থানীয়দের একমাত্র পূর্ব কোটাপাড়া সড়ক ও আদর্শ গ্রাম।
নদী পাড়ের মাটি বিক্রির বিষয় স্বীকার করলেও গণমাধ্যমের সামনে কথা বলেননি মাটি ব্যবসায়ীরা।
পদ্মা নদীর শাখা নদী কীর্তিনাশা। নদীটি নড়িয়া উপজেলার বুক চিরে শরীয়তপুর সদর হয়ে চলে গেছে মাদারীপুর জেলায়। অপরিকল্পিত মাটি কাটার ফলে বর্ষা মৌসুমে নদীর দুই পাড় ভাঙনের শিকার হয় প্রতিবছর। এতে গৃহহীন হয় বহু পরিবার। তবুও প্রতিনিয়ত নদীর পাড় কেটে বিক্রি করছে প্রভাবশালী মাটিদস্যুরা।
নদী পাড়ের মানুষের বাড়িঘর বিলীন হওয়া ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সুশিল সমাজ। এদিকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
আশ্বাস মতো প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা চায় শরীয়তপুরবাসী।