আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু আরও আট হাজারের বেশি

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও আট হাজারের বেশি মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে তিন লাখ ৮০ হাজারের কাছাকাছি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে কয়েকদিন কিছুটা কম থাকার পর করোনায় আবারও মারা গেছে দুই হাজারের বেশি মানুষ। বুধবার দেশটিতে মারা গেছে দুই হাজার ১২৭ জন। মৃত্যু বাড়লেও দেশটিতে কমেছে দৈনিক সংক্রমণ। এদিন কোভিডের অস্তিত্ব মিলেছে প্রায় ৪৬ হাজার মানুষের শরীরে। ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে করোনায় মোট ছাড়ালো মৃত্যু পাঁচ লাখ ১৮ হাজার।

 

ভারতে করোনায় মৃত্যু চার লাখ ছুঁইছুঁই। দেশটিতে আবারো বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। বুধবার দেশটিতে মারা গেছে ৯৯১ জন। ৪৯ হাজারের কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। ভারতে করোনায় মোট মৃত্যু তিন লাখ ৯৯ হাজারের ওপর। প্রতিদিনের সংক্রমণে প্রথম আর মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাশিয়ায় মারা গেছে ৬৬৯ জন।

এদিন ৬৩৬ জনের মৃত্যু হয়েছে ল্যাটিন অ্যামেরিকার দেশ আর্জেন্টিনায়।

বুধবার ছয় শতাধিক হয়েছে আরেক ল্যাটিন দেশ কলম্বিয়াতেও।

বিশ্বব্যাপী মহামারিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৯ লাখ ৬২ হাজার। মোট শনাক্ত ১৮ কোটি ২৯ লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন