আর্কাইভ থেকে ফুটবল

অবশেষে কোচ খুঁজে পেল টটেনহ্যাম

টটেনহ্যাম হটস্পারের নতুন কোচ হলেন নুনো এসপিরিতো সান্তো। লম্বা সময়ের অপেক্ষার পর কোচ খুঁজে পেল ক্লাবটি।
 
উলভসের সাবেক কোচের সাথে দুই বছরের চুক্তি করেছে স্পার্স। জোসে মরিনিয়োর স্থলাভিষিক্ত হবেন এই পর্তুগিজ। চার বছর দায়িত্ব পালনের পর, মে মাসে উলভসের দায়িত্ব ছাড়েন নুনো। গত মৌসুমে ১৩ নম্বরে থেকে শেষ করে তার সাবেক দল। টটেনহ্যাম কোচের আলোচনায় ছিলেন মাউরিসিও পচেত্তিনো, অ্যান্তোনিও কন্তে, পাউলো ফনসেকা, গেন্নারো গাত্তুসো। তবে স্পার্সদের সভাপতি ড্যানিয়েল লেভির সঙ্গে মতানৈক্য তাঁদের প্রত্যাখান করা কোচের তালিকা দীর্ঘ হয়ে সংখ্যাটা গিয়ে ঠেকে ৭-এ।

অবশেষে কোচ খুঁজে পেয়েছে লন্ডনের ক্লাবটি। হোসে মরিনহো পরবর্তী সময়ে ক্লাবটির হাল ধরতে যাচ্ছেন নুনো ইস্পারিতো। গত কয়েক বছর ধরেই ইংলিশ ফুটবলে বেশ আলোচিত নাম নুনো। ইংলিশ সেকেন্ড ডিভিশনে অবনমন হওয়া দল উলভসকে নিয়ে প্রিমিয়ার লিগে লড়াইটা বেশ ভালোই করেছেন এই পর্তুগীজ। উলভসের হয়ে চার বছরে দারুণ সময় কাটিয়ে গত মৌসুমেই নতুন চ্যালেঞ্জের খুঁজে ক্লাবটিকে বিদায় জানান তিনি। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন