শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পূঁজি ম্যাশদের
বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সমান পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা সাকিব আল হাসানের ফরচুন বরিশাল । টস হেরে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ১৭৩ রানের স্কোর গড়েছে সিলেট।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টচ জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় সাকিব আল হাসান।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। প্রথম ওভারে ১০ রান আসলেও দ্বিতীয় ওভারেই তিন উইকেট হারায় দলটি। পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে জাকির হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিমকে হারায় সিলেট।
এরমধ্যে ‘গোল্ডেন ডাক’ মারেন জাকির ও মুশফিক। এরপর দলের হাল কাঁধে তুলে নেন শান্ত ও টম মুর। চতুর্থ উইকেট জুটিতে দুজনে মিলে গড়েন ৮১ রানের জুটি।
৩০ বলে ৪০ রান করেন মুর ফিরে গেলেও অবিচল থাকেন শান্ত। ৬৬ বলে ৮৯ রানের ইনিংস খেলে থাকেন অপরাজিত।
বরিশালের হয়ে ৩৪ রানে ৩ উইকেট সংগ্রহ করেন ওয়াসিম।