আর্কাইভ থেকে বাংলাদেশ

সাতক্ষীরায় একদিনে করোনায় ১৪ জনের মৃত্যু

সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১৪ জন মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মানস কুমার মণ্ডল জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।  এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯৭ জন।

সাতক্ষীরা সিভিল সার্জস অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, বর্তমানে জেলায় ১ হাজার ১৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৭৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বাকী ৮৯৩ জন বাড়িতে হোম আইসোলেশনে আছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়ত জানান, মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের সংকট দেখা দেয়ার কথা ছিল না। সেন্ট্রাল অক্সিজেন ছাড়াও ৭০টির অধিক সিলিন্ডার আছে। সেন্ট্রাল অক্সিজেনে প্রেসার কমে গেলেও অক্সিজেন সংকটে কেউ মারা যাননি। যে ৪ জন মারা গিয়েছেন তারা সিসিইউ ও আইসিউতে চিকিৎসাধীন ছিলেন, তাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন