আর্কাইভ থেকে দেশজুড়ে

ঘুম থেকে তুলে ছাত্রলীগের ২ কর্মীকে মারধর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘুম থেকে উঠিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ৪০১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মহিউদ্দিন আহমদে সিফাত ও লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জি এম ফাহাদ। হামলাকারীরা হেলমেট পরিহিত হলেও তাদেরকে চিনতে পেরেছেন বলে দাবি করেছেন আহত দুই শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ১০ থেকে ১৫ জন যুবক হেলমেট পরা অবস্থায় হলের ওই কক্ষে প্রবেশ করেন এবং বাইরে থেকে কক্ষটি আটকে দেন। এরপর সিফাতকে ঘুম থেকে টেনে-হিঁচড়ে তুলে হাতুড়ি পেটা করা হয়। আর ফাহাদের হাত ভেঙে দেওয়ার পাশাপাশি কুপিয়ে জখম করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর জানান, হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখছে।

বরিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের উপকমিশনার আলী আশরাফ ভূঁইয়া জানান, ‘আহত‌দের সঙ্গে কথা বলেছি। তারা সুস্থ হলে আরও ভালোভাবে মূল ঘটনা জানা যাবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন