আর্কাইভ থেকে খেলাধুলা

অল্প রানও তুলতে পারলো না খুলনা

মাত্র ১০৯ রানের টার্গেট দিয়েছিল ঢাকা ডমিনেটর্স। কিন্তু সেই রান তুলতে গিয়ে তাসকিন আহমেদের বোলিং তোপে মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায় খুলনা টাইগার্স। মাত্র ৯ রানে দিয়ে ৪ উইকেট নিয়েছেন জয়ের মূল নায়ক ঢাকার পেসার তাসকিন।

কম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর দিকটা অবশ্য খুব খারাপ ছিল না খুলনার। তামিম ইকবালের ২৩ বলে ৩১ রানের ইনিংস আশা দেখাচ্ছিল দলটিকে। দলীয় ৪১ রানে তামিমের আউটের পর দলকে আরও একটু আশা দেখায় অধিনায়ক ইয়াসির।

কিন্তু ইয়াসির আউট হয়ে যাবার পর আর কোন ব্যাটার টিকতে পারেনি ক্রিসে। ১৫.৩ বল খেলেই সব কয়টি উইকেট হারিয়ে ফেলে খুলনা।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টচ জিতে নাসির হোসেনকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক ইয়াসির আলী।

ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই হারিয়ে ফেলে ৩ টি উইকেট। তবে একের পর এক উইকেট হারালেও আজ ব্যাট হাতে ফিরেছিলেন সৌম্য সরকার। দলীয় ৮৪ রানের মাথায় ৪৫ বলে ৫৭ করে আউট হন তিনি।

এছাড়া তাসকিন আহমেদের ১২ এবং আল-আমিনের ১০ রান ব্যাতিত কেউ পৌঁছাতে পারেনি ১০ এর কোঁটায়।

খুলনার হয়ে নাহিদুল ইসমাল ৪ টি ও নাসুম আহমেদ নেন ৩ টি উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন