কঠিন সমীকরণ নিয়ে নামছে টাইগ্রেসরা
অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই দাপুটে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠে বাংলাদেশ। কিন্তু সুপার সিক্সের প্রথম ম্যাচটাই দক্ষিন আফ্রিকার সঙ্গে হেরে বসে টাইগ্রেসরা।
আজ সুপার সিক্সের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে দিশা-স্বর্ণারা। এই ম্যাচ কেবল জিতলেই হবে না, রাখতে হবে নেট রান রেটটের বড় ব্যাবধান। তাই এ ম্যাচে অঘটন কিছু ঘটলেই কেবল সেমির আশা করতে পারেন বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যেত সেমিফাইনাল। কিন্তু সে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার অবস্থায় পড়ে গেছে বাংলাদেশ। ভাগ্যটা আরও খারাপ হয়ে যায় অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায়। এরপরও বাংলাদেশের সুযোগ সৃষ্টি হতো যদি ভারত কিংবা অস্ট্রেলিয়ার কেউ পরের ম্যাচে পরাজিত হতো।
কিন্তু সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে কোনো অঘটন ঘটেনি। শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি নেট রান রেটও বড় করে নিয়েছে ভারত ।
নেট রান রেটে দক্ষিণ আফ্রিকাও এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে । তাই কঠিন চ্যালেঞ্জ নিয়ে আজ আরব আমিরাতের বিপক্ষে নামতে হবে। প্রথমে ব্যাট করলে জিততে হবে দেড়শর বেশি রানে।
আর ফিল্ডিং করলেও আমিরাতকে অল্প রানে আটকিয়ে জিততে হবে কয়েক ওভারের মধ্যে।
আরও পড়ুনঃ পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবির