টি-২০’র বর্ষসেরা ক্রিকেটার সূর্যকুমার
গেল বছর ব্যাট হাতে দারুণ একটা সময় পার করেছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। জায়গা করে নিয়েছিলে বর্ষসেরা টি-২০ একাদশে। এবার নির্বাচিত হলেন বর্ষসেরা ক্রিকেটার।
গত বছর টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান করায় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাকে বর্ষসেরা হিসেবে ঘোষণা করেছে।
বুধবার (২৫ জানুয়ারি)) আইসিসি এক বিবৃতিতে তে তথ্য নিশ্চিত করেছেন।
২০২২ সালে মোট ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। রান করেছেন ১ হাজার ১৬৪, স্ট্রাইক রেট ১৮৭.৪৩। গেল বছরে বিশ্বরেকর্ড ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যকুমার। পুরো বছরে দুটি সেঞ্চুরি ও নয়টি হাফ সেঞ্চুরিও করেছেন এই ব্যাটার।
এমন পারফরম্যান্সে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও মোহাম্মদ রিজওয়ানকে হটিয়ে শীর্ষে উঠে আসেন তিনি। যেখানে তার পয়েন্ট ছিল ৮৯০। গেল টি-২০ বিশ্বকাপেও তিনি ছিলেন দুর্দান্ত ছন্দে। ছয় ইনিংস খেলে পেয়েছিলেন তিনটি ফিফটি। বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮।
আরও পড়ুনঃ পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবির