আর্কাইভ থেকে বাংলাদেশ

আগামী ৩ দিন ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বাড়ার আভাস

আগামী তিন দিন ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা হতে পারে। পাশাপাশি দেশের একাধিক স্থানে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে।

বৃহস্পতিবার (১ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া এসব তথ্য জানান।

প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদ নদীর পানি সমতল বাড়ছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি সমতল কমছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, দেশের উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি সমতল বাড়ছে, যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর ও ভারতের আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানসমূহে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।

ফলে এ সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকা এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল সময় বিশেষ করে দ্রুত বেড়ে কিছু কিছু স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন