উত্তেজনা ছড়িয়ে সাকিবদের হেক্সা জয়
টানা পাঁচ জয়ের পর সিলেটের কাছে হেরে গিয়েছিল সাকিবের ফরচুন বরিশাল। বিপিএলে আজকে দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে করলো হেক্সা জয়।
সিলেটের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ সূচনা এনে দিয়েছিলেন ওপেনার এনামুল হক বিজয়। ৫০ বলে ৭৮ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। দলীয় ১১৩ রানের মাথায় বিজয় আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে যায় বরিশাল। কিন্তু শেষ সময় এসে আফগান করিম জানাত ও সালমান মিলে বিপদ মুক্ত করেন দলকে।
১৯.২ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। ১২ বলে ৩১ রানের ঝড় তোলেন জানাত। আর ১৪ বলে ১৮ করে অপরাজিত থাকেন সালমান। চট্টগ্রামের হয়ে নাহিদুজ্জামান নেন ৪ টি উইকেট।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টচ জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানের মাথায় ওপেনার মেহেদী মারুফকে হারায় চট্টগ্রাম। দলের আরেক ওপেনার ম্যাক্স ও'ডাউডের ব্যাটে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল চট্টগ্রাম, ঠিক তখনই উন্মুক্ত চাঁদকে (১৬) ফিরিয়ে দেন খালেদ আহমেদ।
এরপর আফিফ হোসেনকে নিয়ে এগোতে থাকেন ও'ডাউড। কিন্তু দলীয় ৭৮ রানের মাথায় ৩৪ বলে ৩৩ রান করে বিদায় নেন তিনি।
৩৭ রানে আফিফ ফিরে গেলে দলের হাল ধরেন ক্যাম্ফার। ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে ২৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন তিনি। ১৯ বলে ২০ রান করেন ইরফান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম সংগ্রহ করে ১৬৮ রান।