‘বিএনপির এটা পদযাত্রা নয়, পেছন যাত্রা’
বিএনপিতো এখন কথার রাজা। মির্জা ফখরুলের কোনো কাজ নেই শুধু কথা। শুধু কথা মালার চাতুরী। আমরা কাজ করছি, আর বাধ্য হয়ে তাদের কথার উত্তর দিচ্ছি। বললে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি একতরফা মিথ্যাচার করবে। আমরা কি চুপচাপ বসে থাকবো? আমাদের অবশ্যই জবাব দিতে হবে।
তিনি আরও বলেন, এতো লাফালাফি এতো ছুটাছুটি, এতো মোটা কম্বল, এতো কাঁথা-বালিশ, সমাবেশ হলে ৭দিন ধরে সব এসে ওই স্থানে শুয়ে পরে। আর পাতিলের পর পাতিল খাবার রান্না চলে। কোথা গেলো সেই দিন।
কোথা গেলো গণজোয়ার? গণজোয়ারে এখন ভাটার টান। তাই এটা পদযাত্রা নয় এটা পেছন যাত্রা। বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আমরা আছি, আমরা থাকবো। রাজপথ আমরা ছাড়বো না।
তিনি আরও বলেন, নির্বাচনে জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি। বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় থাকার দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ পালাবার দল নয়। জনগণ চাইলে আমরা জয়ী হব, না হলে ২০০১ সালের মতো বিদায় নেব।