আর্কাইভ থেকে দেশজুড়ে

পাঁচ কোটি টাকার পণ্যসহ গ্রেফতার ৭ চোর

নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে সংঘবদ্ধ চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যা ব-৪। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে র্যা ব-৪ এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে র্যা বের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

র্যা ব জানায়, গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি কারখানা থেকে একটি কাভার্ডভ্যান চার লাখ ডলার মূল্যমানের তৈরি পোশাক নিয়ে চট্টগ্রাম বন্দরের রওনা হয়। চালক হঠাৎই পথ পরিবর্তন করে কাভার্ড ভ্যান নিয়ে ঢুকে পড়ে নারায়ণগঞ্জের একটি করাত কলে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জের সমিলে হাতেনাতে গ্রেফতার করা হয় আসামিদের।

র্যা ব আরও জানায়, চক্রটির উদ্দেশ্য ছিল পণ্যগুলো চোরাবাজারে বিক্রি করে দেয়া। চক্রের প্রধান রিপন আগে কাজ করতেন পোশাক কারখানায়। কয়েক বছর আগে পোশাক কারখানার চাকরি ছেড়ে বিদেশ চলে যান তিনি। সম্প্রতি দেশে ফিরে চোরচক্রের সঙ্গে জড়িত হন। চুরি করার পর পণ্য বিক্রির ব্যবস্থাও করতেন রিপন।

এর আগেও এ ধরনের সাতটি চুরির ঘটনা উদ্ঘাটনের কথা জানায় র্যা ব। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সম্পর্কিত আরও পড়ুন