আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে শান্তি পেলেন সোহান
সিলেট স্টাইকার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সাথ তর্কে জড়ান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার সঙ্গে যোগ দিয়েছিলেন পাকিস্তানী পেসার হারিস রউফ। ফলাফল হিসেবে এবার দুজনেই পেলেন শাস্তি।
গতকাল শুক্রবার সিলেট স্টাইকার্সের বিপক্ষে নিয়ম অনুযায়ী নো বল ডাকেন আম্পায়ার। কিন্তু এই সিদ্ধান্ত পছন্দ হয়নি সোহানের। সিদ্ধান্ত না মেনে তর্কে জড়িয়ে যান সোহান।
পরবর্তীতে মাঠের আম্পায়ার গাজী সোহেল ও প্রগিত রামবুকভেলা, টিভি আম্পায়ার তানভীর আহমেদ, চতুর্থ আম্পায়ার আলি আরমান রাজন দুজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। দুজনেই শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
সোহান ও রউফ দুজনেই বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর অনুচ্ছেদ ভঙ্গ করেছেন। যেখানে উল্লেখ আছে ম্যাচ চলাকালীন আম্পায়ারের কোনো সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করা যাবে না।
এক সংবাদ বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, এই দুজনই লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানকে তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফকে আনুষ্ঠানিক তিরস্কার করার সঙ্গে শাস্তি হিসেবে দেয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।