ডিবি পরিচয়ে ডাকাতির সময় গ্রেপ্তার ৫
রাজধানী ঢাকার তুরাগ থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৮ জানুয়ারি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ তথ্য জানান।
তিনি বলেন, আবদুল্লাহপুর থেকে আশুলিয়াগামী এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, সন্তু ঘোষ, রাম প্রসাদ দত্ত, মো. দেলোয়ার হোসেন, মো. মনিরুল ইসলাম ও মো. বাবু গাজী।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, চাপাতি, লোহার রড, দুটি জ্যাকেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
বদরুজ্জামান জিল্লু আরও জানান, তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে।