আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

ট্রাম্পের বিচার না হলে আবারও হতে পারে ক্যাপিটলের মত ঘটনা

ক্যাপিটলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা না হলে আবারও এ ধরনের ঘটনা ঘটাতে পারেন বলে মন্তব্য করেছে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে চলা অভিশংসনের তৃতীয় দিনের শুনানিতে এ মন্তব্য করে তারা।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব অ্যামেরিকা জানায়, এদিন সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করে নয়জন আইনপ্রণেতা। তাদের সবাই ডেমোক্র্যাট দলের সদস্য। আজ শুক্রবার ট্রাম্পের পক্ষে যুক্তি তুলে ধরবে তাঁর আইনজীবীরা।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের অভিশংসন বিচারে অভিশংসকরা জানায়, ট্রাম্পের প্ররোচনায় ক্যাপিটল ভবনে হামলা চালানোর সুস্পষ্ট ও যথেষ্ট প্রমাণ আছে তাদের কাছে।

হামলাকারীদের উদ্বৃতি দিয়ে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট অভিশংসক কলোরাডো অঙ্গরাজ্যের প্রতিনিধি ডায়ানা ডেগেট বলেন, ট্রাম্পের চাহিদা অনুযায়ী কাজ করেছে বিদ্রোহীরা।

ডেগেট আরো বলেন, বিদ্রোহীরা ধরেই নিয়েছিল ট্রাম্পের নির্দেশ পালন করছে তারা। তারা পুলিশকে বোঝাতে চাচ্ছিল, তাদের সেখানে থাকতে বলেছেন ট্রাম্প।

অভিশংসন বিচারে প্রমাণ হিসেবে কয়েকটি টেলিভিশন সাক্ষাত্কার দেখিয়েছেন ডেগেট। সেখানে দেখা যায়, প্রতিবাদকারীরা বলছে ক্যাপিটলে গিয়েছিল কারণ তাঁদের তেমন নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।

প্রতিনিধি পরিষদে অভিশংসক ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি টেড লিউ বলেন, হামলার ঘটনায় ট্রাম্পের কোনো অনুশোচনা নেই।

অধিবেশনে কয়েকজন আইনপ্রণেতা জানায়, গেল বুধবার ডেমোক্র্যাট আইনপ্রণেতারা হামলার দিনের বেশ কিছু ভিডিও দেখানোর পর স্তম্ভিত তারা। ভিডিওতে দেখা যায়, হামলাকারীদের হাত থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করছে কয়েক ডজন পুলিশ কর্মকর্তা।

তবে সিনেটে ট্রাম্পের রিপাবলিকান সমর্থকরা তাঁর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কি না, তার তাত্ক্ষণিক ইঙ্গিত পাওয়া যায়নি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন