আর্কাইভ থেকে ক্রিকেট

রিজওয়ানের সেঞ্চুরি, শ্বাসরুদ্ধ ম্যাচে জয়ী পাকিস্তান

তিন ম্যাচ সিরিজে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে শ্বাসরুদ্ধ ম্যাচে ৩ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ৯৯তম জয়, আর মাত্র একটি জয় পেলেই প্রথম দল হিসেবে জয়ের সেঞ্চুরি করবে পাকিস্তান। যা টি-টোয়েন্টির ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড।

এরপরই জয়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তাদের ম্যাচ জয়ের সংখ্যা ৮৫টি, দক্ষিণ আফ্রিকা ৭০ জয় নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। আর অস্ট্রেলিয়া ৬৯ জয় নিয়ে রয়েছে চতুর্থ স্থানে

গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে পাকিস্তান।
 
অধিনায়ক বাবর আজমের সঙ্গে উদ্বোধন করতে নামেন রিজওয়ান। কিন্তু ম্যাচের দ্বিতীয় এবং নিজের খেলা প্রথম বলেই রান আউটের শিকার হন পাকিস্তান অধিনায়ক। আর এতেই রেকর্ড বুকে নাম উঠে যায় বাবর আজমের। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মত কোনও দলের অধিনায়ক ওপেনার হিসেবে নিজের খেলা প্রথম বলেই রান আউটের শিকার হলেন।

বাবর প্রথম বলে শূন্য রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। আরো এক রেকর্ডে নাম উঠে বাবরের। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ক্রিকেট ইতিহাসের পঞ্চম উদ্বোধনী জুটিতে যাদের একজন ০ রানে আউট হয়েছেন আর অন্যজন একই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন।

বাবর দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হলেও অপরপ্রান্তে একাই দাঁড়িয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান দাঁড়িয়ে থাকলেও অপরপ্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। এক প্রান্ত আগলে রেখে স্বাগতিকদের সম্মানজনক পর্যায়ে নিয়ে যান রিজওয়ান। শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৪* রানে অপরাজিত ছিলেন তিনি। ৬ চার আর ৭ ছয়ে দূর্দান্ত এই ইনিংস সাজিয়ে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবে তিন ফরমেটে শতক হাঁকানো বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার রিজওয়ান। এর আগে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকিয়েছিলেন কিউই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম।

সেই সঙ্গে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এটি। দুর্দান্ত সেঞ্চুরির পথে ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ হাফিজের। ইনিংসে তার ছক্কা সংখ্যা ছিল ৬টি।

১৭০ রানের জবাবে খেলতে নেমে ভালো শুরুর করার পরও শেষ পর্যন্ত পরাজয়বরণ করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের হয়ে দলীয় সর্বোচ্চ ৫৪ এসেছে ওপেনার রেজা হেনরিকসের ব্যাট থেকে। এছাড়া আরেক ওপেনার জানেমান মালান করেছেন ৪৪ রান। চার ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে স্বাগতিকদের সবচেয়ে সফল বোলার উসমান কাদির।

রানের হিসেবে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন ব্যবধানে জয়। এর আগে ২০১৭ সালে ক্যারিবীয়দের বিপক্ষে পোর্ট অব স্পেনে একই ব্যবধানে এবং ২০১৮ সালে আবুধাবীতে নিউজিল্যান্ডকে ২ রানে পরাজিত করেছিল পাকিস্তান।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন