ক্যালিফোর্নিয়ায় গুলি করে ৩ জনকে হ ত্যা
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলস এলাকায় একটি বাড়িতে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পুলিশ এ হামলাকে স্বল্পমেয়াদী ভাড়া বাড়িতে এক জমায়েতের হামলা হিসেবে বর্ণনা করেছেন।
গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখানে একটি গাড়ির ভেতর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গোলাগুলির কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থল থেকে কয়েকটি গাড়ি বিভিন্ন দিকে ছুটে যায়। এই গোলাগুলির ঘটনা এমন এলাকায় ঘটেছে যেখানে অত্যন্ত দামী সব বাড়িঘর অবস্থিত।
পুলিশের ধারণা স্বল্পমেয়াদি কোনো ভাড়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ওই এলাকায় একটি বাড়ি এক সপ্তাহের জন্য কমপক্ষে ১০ হাজার ডলারে ভাড়া হয়।
এর আগে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় একের পর এক বন্দুক হামলা হয়েছে এবং অন্তত তিন দিনের ব্যবধানে ১৯ জন নিহত হয়।