পরিত্যক্ত খনিতে ৭টি মরদেহ
পরিত্যক্ত একটি খনি থেকে একে একে সাত জনের মরদেহ বের করা হয়েছে। ওই ব্যক্তিরা অবৈধ খনি শ্রমিক ছিলেন। তারা বিভিন্ন ধাতু ও কয়লার আশায় ওই খনিতে প্রবেশ করেছিলেন।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের ধানপুরি অঞ্চলের অনুপপুর জেলায়। সেখানে সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (এসইসিএল) একটি পরিত্যক্ত খনি থেকে মাত্র দুই দিনে ওই সাত জনের মরদেহ উদ্ধার করা হয়।
অনুপপুরের পুলিশ সুপার কুমার প্রতীক বলেন, পরিত্যক্ত ওই খনিটি ঠিকভাবে বন্ধ না করায় অবহেলার অভিযোগে এসইসিএল’র কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করা হয়েছে। এছাড়া অবৈধ মেটাল স্ক্যাপ ব্যবসা রুখতে ব্যর্থ হওয়ায় দায়িত্বে অবহেলার জন্য স্থানীয় পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও সরিয়ে দেয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মৃত ব্যক্তিদের কাছ থেকে যে দুই ব্যক্তি এই স্ক্র্যাপ কিনতেন তাদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। গেলো ২৬ জানুয়ারি দুই গ্রুপে ভাগ হয়ে ওই খনির ভেতর প্রবেশ করেন সাত জন। কিন্তু কোনো গ্রুপই অন্য কারও উপস্থিতি সম্পর্কে জানতেন না।
চার জনের একটি গ্রুপের টানেলে ঢোকার পর বাইরে পাহারায় ছিলেন একজন গ্রামবাসী। তিনি জানান, গ্যাসে পরিপূর্ণ ওই টানেলে ঢোকার পর জ্ঞান হারান ওই ব্যক্তিরা। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তারা বের না হওয়ায় তাদের আত্মীয়স্বজনকে জানায় ওই গ্রামবাসী। তখন তারা পুলিশে খবর দেয়।