আর্কাইভ থেকে করোনা ভাইরাস

এশিয়ায় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে ডেল্টা

শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই এখন আতঙ্ক ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। ভারতে প্রথম শনাক্ত হওয়ায় করোনার এই ধরনটি ভারতীয় ধরন হিসেবে পরিচিত। গেল কয়েকদিনে ভারতে সংক্রমণ কিছুটা কমলেও আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে এশিয়ার বিভিন্ন দেশে। ডেল্টা ধরনের কারণে এশিয়াজুড়ে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এর কারণেই সংক্রমণের গতি বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এশিয়ার গুটি কয়েকটি দেশ ছাড়া বেশিরভাগ দেশে খুবই ধীর গতিতে চলছে টিকা কার্যক্রম। প্রত্যাশা অনুযায়ী টিকাদান কর্মসূচির অগ্রগতি না হওয়ায় এশিয়া অঞ্চলে দ্রুত করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। যেভাবে ডেল্টা ছড়াচ্ছে তাতে আগামী কয়েক মাসে করোনার অতি সংক্রামক ধরনটি পুরো বিশ্বে ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। উৎপত্তিস্থল ভারতে ডেল্টা সংক্রমণের সবোর্চ্চ চূড়া পার হলেও বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে প্রায় ১’শ দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশে অস্তিত্ব মিললেও প্রকৃত সংখ্যা ১শ’র উপর হওয়ার কথা। কারণ, ভাইরাসের ধরন চিহ্নিতকরণের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন তা অনেক দেশেই নেই। ফলে আসল সংখ্যা সামনে আসছে না।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন