খুলনার বিপক্ষে রানের পাহাড় ম্যাশদের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টচে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। টচ হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে সিলেট।
গত ম্যাচে ব্যাট হাতে চমক দেখা নাজমুল শান্ত ছিলেন আজ নিষ্প্রভ। ১২ বলে ৬ রানের ইনিংস খেলে শিকার হন মার্ক দয়ালের হাতে। কিন্তু দলের আরেক তরুণ ওপেনার তৌহিদ হৃদয় আজ ব্যাট হাতে ছিলেন অবিচল। সাথে যোগ দিয়েছিলেন জাকির হাসান। দুজন মিলে গড়েন ১১৪ রানের জুটি। ৪৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন হৃদয় এবং ২৮ বলে ৫৩ রান করেন জাকির।
শেষ সময় এসে কিছুটা ঝড় তোলেন বারল ও থিসারা পেরেরা। ১১ বলে ২১ করেন বারল এবং ৭ বলে ১৭ করেন থিসারা পেরেরা। খুলনার হয়ে মার্ক দয়াল নেন সর্বচ্চো ২ দুইকেট।