আর্কাইভ থেকে করোনা ভাইরাস

লকডাউনেও গাড়ি নিয়ে সড়কে, জরিমানা সোয়া ১৯ লাখ

করোনা সংক্রমণ রোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউন বা বিধি নিষেধের সময় সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ৮৮৫ মামলায় ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।

কঠোর লকডাউনের তৃতীয় দিনে আজ শনিবার (৩ জুলাই) সরকারি বিধিনিষেধ অমান্য করে যানবাহন নিয়ে সড়কে বের হওয়ায় সড়ক পরিবহন আইন অনুসারে এই জরিমানা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ।

এদিকে,লকডাউন অমান্য করে বাইরে বের হওয়ায় দুপুর ১২টা পর্যন্ত ১৮৪ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া, শুক্রবার (২ জুলাই) অকারণে সড়কে বের হওয়ায় ৩২০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে প্রথম দিন ৫৫০ জনকে আটক করা হয়।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন