আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে করোনায় গেলো ২৪ ঘণ্টায় আরও ১৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১৪

দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই বাড়ছে সেই সংখ্যা। দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো আরও ১৩৪ জনের। তাদের ৮৪ জন পুরুষ এবং ৫০ জন নারী। এ নিয়ে করোনায় দেশে ১৪ হাজার ৯১২ জনের প্রাণহানি হলো। 

২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রাক্ত হয়েছে ৬ হাজার ২১৪ জন। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে।

আজ শনিবার (৩ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যু হয়েছিল। ৩০ জুন মারা যান ১১৫ জন। ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। ২ জুলাই সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যু হয়।    

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৮৭ টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।  

গেলো ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে ৩৯ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৩৮, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২৩, বরিশালে ৩, সিলেটে ১, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন