আর্কাইভ থেকে আইন-বিচার

বিমানবন্দরে নামার পরই গ্রেপ্তার রন হক সিকদার

ঢাকায় নামার পরই গ্রেপ্তার হয়েছেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার। তার বাবা জয়নুল হক সিকদারের মৃত্যুর জন্য ঢাকায় আসেন তিনি। রন হক সিকদার হত্যাচেষ্টা মামলার আসামি হওয়ার পর থেকে এতদিন পলাতক ছিলেন। 

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বাধীন একটি দল।

ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন গণমাধ্যমকে জানান, এক্সিম ব্যাংকের দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে না আসায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

উল্যেখ্য, গত বছরের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ তাদের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ এনে গুলশান থানায় সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে এ মামলা করেন। ঘটনার পর থেকে মামলায় অভিযুক্ত রন হক সিকদার ও দিপু হক সিকদার পলাতক ছিলেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন