আর্কাইভ থেকে আইন-বিচার

রন হক সিকদারের রিমান্ড চায়নি পুলিশ

অসুস্থতার কারণ দেখিয়ে রন হক সিকদারের রিমান্ড চাওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি জানান, এক্সিম ব্যাংকের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি। এ কারণে তাকে গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারকৃত রন সিকদারকে আদালতে পাঠনো হয়েছে। শারীরিক অসুস্থতার কারনে কোন রিমান্ড চাওয়া হয়নি।

প্রসঙ্গত আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রন হক সিকদারকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বাধীন একটি দল।

উল্লেখ্য, গত বছরের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ তাদের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ এনে গুলশান থানায় সিকদার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে এ মামলা করেন। ঘটনার পর থেকে মামলায় অভিযুক্ত রন হক সিকদার ও দিপু হক সিকদার পলাতক ছিলেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন