আর্কাইভ থেকে জাতীয়

গাইবান্ধায় স্বাস্থ্য কর্মীদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় বকেয়া বেতনও চাকরি রাজস্ব করনের দাবিতে স্বাধীনতা আউটসোসিং কর্মচারী কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৪জুলাই) দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন কমসূচী পালিত হয়।

সাকিব ট্রেডাসের মাধ্যমে নিয়োগকৃত জেলা হাসপাতালে কর্মরত ১৬ জন কর্মী ২৫ মাস ধরে তাদের বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীনতা আউটসোসিং কর্মচারী কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অলিউল ইসলাম আঙ্গুর, সহ সভাপতি আশরাফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আউট সোর্সিংয়ের মাধ্যমে জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগকৃত কর্মীরা স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী হারুন অর রশীদ দীর্ঘ দিন থেকে নানা অজুহাতে তাদের বেতন দিচ্ছেন না।

এ সময় ২৫ মাসের বকেয়া বেতন প্রদানসহ তাদের চাকুরী রাজস্ব করনের দাবি জানান বক্তারা।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন