আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশজুড়ে করোনায় আবারও মৃত্যুর রেকর্ড

করোনায় গেলো ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশে ১৫ হাজার ৬৫ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৮৭৯ জনের করোনার নমুনা পরীক্ষায় নতুন করে আট হাজার ৬৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।

এদিকে খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে এক দিনে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যু। এছাড়া একই সময়ে এক হাজার চার জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (৪ জুলাই) খুলনার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মৃতদের মধ্যে খুলনা জেলার ১৫ জন, সাতক্ষীরার এক জন, বাগেরহাটের এক জন, যশোরের সাত জন, মাগুরার দুই জন, ঝিনাইদহের দুই জন, কুষ্টিয়ার ১৫ জন, চুয়াডাঙ্গার দুই জন ও মেহেরপুরের একজন রয়েছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে খুলনা বিভাগে এ পর্যন্ত মোট ৬০ হাজার ৫৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন মোট এক হাজার ২১৪ জন। আর ৪০ হাজার ২১৮ জন সুস্থ হয়েছেন।

খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এক দিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যশোরে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই সময়ে মৃত্যু হয়েছে সাত জনের। যশোরে এ পর্যন্ত মোট ১৩ হাজার ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ১৬৯ জন। এরপর এক দিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়া, বাগেরহাট, খুলনা ও চুয়াডাঙ্গায়।

শুভ মাহফুজ

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন