আর্কাইভ থেকে দেশজুড়ে

লকডাউনের চতুর্থ দিনে লক্ষ্মীপুরে ৭৯ মামলা

লক্ষ্মীপুরে কঠোর লকডাউনের মধ্যে সরকারের নির্দেশনা অমান্য করে রাস্তায় বেড় হওয়া ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের পৃথক পৃথক অভিযানে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ০৪ জুলাই (রোববার) সকাল থেকে সন্ধা পর্যন্ত ১৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট লক্ষ্মীপুর শহরসহ জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা অমান্য করে রাস্তায় ঘোরাফেরা, দোকান খোলা, সড়কে যানবাহন পরিচালনা করায় এবং সরকারের নির্দেশনা অমান্য করায় ১৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট লক্ষ্মীপুর শহরসহ জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭৯ টি মামলা দায়ের করে। এ সময় ৮০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক মাঃ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউনের শুরু থেকে মানুষকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, মাইকিংসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে স্থানিয়দের অভিযোগ, প্রধান সড়কে মানুষ বেড় না হলেও পাড়া মহল্লায় এখনো স্বাস্থ্য বিধি না মেনে কিছু মানুষ বাইরে বেড় হন। প্রধান সড়কের পাশাপাশি পাড়া মহল্লায় অভিযান চালানোর দাবি জানান তারা।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন