আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনা সংক্রমণে শীর্ষে ভারত, মৃত্যুতে ব্রাজিল

বিশ্বব্যাপী গেল ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে করোনায় মৃত্যু। রোববার ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয় শ’র মতো মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছে তিন লাখ ২৫ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখনো দৈনিক মৃত্যুর শীর্ষে রয়েছে ব্রাজিল। রোববার ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে করোনায় মারা গেছে ৭৭৬ জন। নতুনভাবে শনাক্ত সাড়ে ২৭ হাজার ৭শ’র বেশি।

এদিন সংক্রমণের শীর্ষে ছিল ভারত। দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। একই দিনে মারা গেছে ৭৪৩ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় একদিনে মারা গেছে সাড়ে ৬শ’ জনের বেশি।

এদিন ল্যাটিন অ্যামেরিকার দেশ কলম্বিয়ায় মারা গেছে ৫৮২ জন।

এশীয় দেশ ইন্দোনেশিয়ায় করোনায় প্রাণ গেছে সাড়ে ৫শ’ শতাধিক মানুষের। তবে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে গেছে পশ্চিমা দেশগুলোতে। এদিন যুক্তরাষ্ট্রে ৩৮ জন আর ব্রিটেনে মারা গেছে ১৫ জন।

বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি সাড়ে ৪৫ লাখ। আর মৃত্যু ছাড়িয়েছে ৩৯ লাখ ৯৩ হাজার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন