আর্কাইভ থেকে করোনা ভাইরাস

লকডাউন তুলে নিচ্ছে ব্রিটেন

লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। দেশটিতে করোনা সংক্রমণ ও মৃতের হার উল্লেখযোগ্য হারে কমে গেছে। তাই এ সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এক সংবাদ সম্মেলনে নিজেই লকডাউন তুলে নেওয়ার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। বরিস জনসন বলেন, খুব শিগগিরই সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হোম অফিস ও কারো বাড়িতে যাওয়ার বিষয়ে পরবর্তী ধাপের সিদ্ধান্ত আসছে। ব্রিটিশদের মুক্ত জীবন ফিরিয়ে দিতেই এ পরিকল্পনা করা হচ্ছে। তবে আগামী সপ্তাহগুলোতে করোনা সংক্রমণ আবারো বাড়তে পারে বলে আশঙ্কার কথাও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

তবে লকডাউন তুলে নেওয়ার আগে ১২ জুলাই পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ। টিকার কার্যকারিতা, হাসপাতলে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ও করোনার নতুন ধরনটি সম্পর্কে সর্বশেষ তথ্যের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ব্রিটিশ সরকার।

গেল মাসে লকডাউন তুলে দেওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনা করে ১৯ জুলাই পর্যন্ত তা স্থগিত রাখা হয়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন