আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনা টিকা নিবন্ধনের বয়স কমালো সরকার

মহামারি করোনাভাইরাসের গণটিকার নিবন্ধনের বয়স ৪০ বছরের স্থলে ৩৫ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার (৫ জুলাই) বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় গণটিকার কার্যক্রম শিগগিরই চালু হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এখন থেকে ৩৫ বছর হলেই করোনা টিকার জন্য নিববন্ধন করা যাবে। দু'এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, খুব তাড়াতাড়িই খুলে দেয়া হবে টিকা নিবন্ধন অ্যাপ।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন