পুরাতন কোচের সঙ্গে নতুন চুক্তি বিসিবির
চন্ডিকা হাথুরুসিংহের সাথে নতুন চুক্তি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী দুই বছরেরে জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। ইংল্যান্ড সিরিজের আগে ফেব্রুয়ারিতেই টাইগার শিবিরে যোগ দিবেন এই শ্রীলংকান।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তাঁর সেই দায়িত্ব ছেড়ে দেওয়ার খবরটি আজ জানিয়েছে নিউ সাউথ ওয়েলস। তখনই অনুমান করা গিয়েছিল, তিনি বাংলাদেশে আবার ফিরে আসছন।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের মে মাসে বাংলাদেশের কোচ হিসেবে তিনি প্রথম দায়িত্ব নিয়েছিলেন। স্থায়ী হয়েছিলেন প্রায় ৩ বছর। টাইগার জাতীয় দলের সাথে তার বিচ্ছেদটা মোটেই প্রীতিকর ছিল না। এর আগে প্রথম যখন বাংলাদেশের কোচ হয়েছিলেন, তখনও নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব বাদ দিয়ে এসেছিলেন তিনি।