টচ হেরে ব্যাটিংয়ে খুলনা
বিপিএলে সিলেট পর্বের শেষ দিনের খেলা চলছে আজ। দিনের দ্বিতীয় খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টচ জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস।
দুই দলের মধ্যে ভালো অবস্থানে আছে কুমিল্লা। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে অবস্থান করছে তালিকার তিন নম্বরে। অন্যদিকে ইয়াসির আলি রাব্বির খুলনা ৮ ম্যাচে মাত্র ২ জয়ে আছে ছয় নম্বরে।
খুলনা একাদশ তামিম ইকবাল, শাই হোপ, মাহমুদুল হাসান জয়, আজম খান, ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), মার্ক দয়াল, আমাদ ভাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম।
কুমিল্লা একাদশ লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, আশিক জামান, নাসিম শাহ।