আর্কাইভ থেকে বাংলাদেশ

কুমিল্লায় ‘সম্রাটের’ ওজন ২০ মণ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ব্রাদার্স এগ্রোতে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১০টি গরু। এর মধ্যে প্রায় ২০ মণের ব্রাহামা জাতের রয়েছে একটি গরু।

খামার মালিক এরশাদ হোসেন গরুটির নাম দিয়েছেন ‘সম্রাট’। পৌর এলাকার নবগ্রাম পশ্চিম পাড়ায় অবস্থিত ব্রাদার্স এগ্রোতে ওই গরুটি দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভিড় জমায়। কুরবানির ঈদ উপলক্ষে সকল ক্রেতার নজর কাড়বে গরুটি।

এরশাদ হোসেন জানান, গৃহপালিত দেশি শাহিওয়াল জাত থেকে চৌদ্দগ্রাম সরকারি পশু হাসপাতালের সহযোগিতায় বিগত দুই বছর ৮ মাস আগে সম্রাটের জন্ম হয়। প্রাকৃতিক উপায়ে এ পর্যন্ত ব্রাহমা জাতের ‘সম্রাট’ গরুটি লালন-পালন করছি। এ সময়ে গরুটিকে স্বাভাবিক খাবার সবুজ ঘাস, ভূষি, খৈল, ভুট্টা, খড়ের পাশাপাশি আপেল, মাল্টাও খেতে দেওয়া হয়েছে। সম্রাটকে এ পর্যায়ে নিয়ে আসতে অন্তত ৩ লক্ষাধিক টাকা খরচ হয়েছে।

কুরবানির ঈদকে সামনে রেখে গরুটির যত্ন আরও বাড়িয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে উপজেলা প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তারা সহযোগিতা করেছেন। গরুটি ৮ লাখ টাকা দাম চাইবেন বলে জানান। এছাড়া খামারে আরও ৯টি গরু কুরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন