আর্কাইভ থেকে ক্রিকেট

কাল থেকে শুরু জিম্বাবুয়ে টেস্ট, অনিশ্চিত তামিম

একমাত্র টেস্টে বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। ক্রিকেটের বনেদি ফরম্যাটে সাফল্যের দেখা পাওয়ার মিশন টিম টাইগারদের। তামিম ইকবালকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও কেটে গেছে মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কা।
 
আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো কাটছে না বাংলাদেশের। আরও নির্দিষ্ট করে বললে টেস্ট ক্রিকেটে। যার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনো ম্যাচ না জিতে তলানিতে থেকে শেষ করেছে টাইগাররা। শুধু তাই নয়, এই ফরম্যাটে পারফরম্যান্সের সামগ্রিক গ্রাফটাও নিম্নমুখী। ১২৩ ম্যাচে মাত্র ১৪ জয়ের বিপরীতে হার ৯২টিতে।

দীর্ঘ বিরতির পর পূর্ণাঙ্গ স্কোয়াড পাচ্ছে বাংলাদেশ। সাকিব আল হাসান একাই বাংলাদেশের শক্তি বাড়িয়ে দেন কয়েক গুন। ব্যাট হাতে নিয়মিত ব্যর্থতার পর প্রস্তুতি ম্যাচে রানে ফেরা স্বস্তির কারণ। আঙুলের ইনজুরি কাটিয়ে ফিরছেন মুশফিকুর রহিমও। তবে তামিম ইকবাল পুরোপুরি ফিট না হওয়ায় ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হতে পারেন সাদমান ইসলাম।

জিম্বাবুয়ের পেস বান্ধব উইকেটে অন্তত তিন পেসার খেলানোর সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে স্পিন ডিপার্টমেন্টে নাইম হাসান, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম থেকে বেছে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে।

ঘরে-বাইরে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের বৃত্ত ভাঙার লক্ষ্য টাইগারদের। শেষ দশ ম্যাচে ৯ পরাজয়ে টেস্টের বিবর্ণ চিত্রটা ফুটে ওঠে। দুই বছর আগে একমাত্র জয়টা অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষেই। যদিও ঘরের মাঠে ঐ সিরিজের প্রথম ম্যাচ হেরেছিলো মুমিনুলের দল। এবারে অ্যাওয়ে ম্যাচ বলে চিন্তাটা আরও বেশি।

জিম্বাবুয়ের মাঠে ৭ ম্যাচে মাত্র একটাই জয়। সেটা ৮ বছর আগে শেষ সফরের শেষ টেস্টে। সবমিলিয়ে ১৭ টেস্টে সমান সাতটি করে জয় দুই দলের। ড্র বাকি তিন ম্যাচ। তবে শত ব্যর্থতার মাঝেই ঘুরে দাঁড়ানোর সুযোগ। কারণ প্রতিপক্ষ জিম্বাবুয়ে। রাজনৈতিক, অর্থনৈতিক টানাপোড়েনে যে দল এখন সমৃদ্ধ ইতিহাস সর্বস্ব। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন