পাহাড় রান টপকে কুমিল্লার জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে বয়ে গেল রান বন্যা। খুলনা টাইগার্সের দেওয়া ২১১ রান টপকে জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জনসন চার্লস ও মোহাম্মম রিজওয়ানের ঝড়ে পাহাড় সমান রানে পৌঁছে যায় কুমিল্লা।
বড় রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ রানে দুই ব্যাটারকে হারিয়ে বসে কুমিল্লা। লিটন দাস ৪ রানে মাঠ ছাড়েন চোট পেয়ে, ইমরুল কায়েস ফেরেন ৫ করে।
তবে এরপর মোহাম্মদ রিজওয়ান আর জনসন চার্লস ৬৯ বলে ১২২ রানের জুটিতে ম্যাচের জয় সহজ করে নেন। ৩৯ বলে ৮ চার আর ৪ ছক্কায় ৭৩ রান করে ফেরেন রিজওয়ান।চার্লস হাঁকিয়েছেন শতরান, ছক্কা মেরে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ৫৬ বলে চার্লসের ১০৭ রানের টর্নেডো ইনিংসে ৫ বাউন্ডারির সঙ্গে ছিল ১১টি ওভার বাউন্ডারি।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টচ জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। টচ হেরে ব্যাট করতে নেমে খুলনার ধাক্কা আসে মাত্র ১৩ রানের মাথায়। ১ রান করে ফিরে যান জয়। কিন্তু এরপর থেকেই তাণ্ডব শুরু করেন আরেক ওপেনার তামিম ইকবাল। সঙ্গে যোগ দেন ওয়েষ্টইন্ডিজ ব্যাটার সাই হোপ। ১১টি চার ও ৪ টি ছক্কার মাধ্যমে ৬১ বলে ৯৫ রানের ঝড় তোলেন তামিম। আর ৫৫ বলে ৯১ রানে অপরাজিত থাকেন হোপ।
নির্ধারিত ২০ ওভার শেষ মাত্র ২ উইকেট হারিয়ে ২১০ রানের পাহাড় গড়ে খুলনা। কুমিল্লার হয়ে নাসিম শাহ ও মোসাদ্দেক সৈকত ১ টি করে উইকেট সংগ্রহ করেন।