ভুল তথ্যে র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের অন্যতম সফল আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, র্যাবের নিষেধাজ্ঞার ইস্যুসহ বিভিন্ন বিষয়ে গেলো এক বছরে অন্তত ১৫ থেকে ২০টি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। করোনার কারণে ২০২১ সালের ডিসেম্বরের আগে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় সরাসরি যুক্তরাষ্ট্রে সফর করা হয়নি।
তিনি বলেন, বিএনপি ভেবেছিল ২০২২ সালের ডিসেম্বরে আরেকটা নিষেধাজ্ঞা আদায় করতে পারবে। কিন্তু আমরা আমাদের গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছি। ফলে বিএনপির সেই পরিকল্পনা মাঠে মারা গেছে। ১০ ডিসেম্বরের পরে বিএনপির নেতারা কোথায় লুকাবেন সেই পরিকল্পনাও করেছিল।
এ সময় একটি চিঠি দেখিয়ে শাহরিয়ার আলম বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২০ সালের ১৮ জানুয়ারি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে তিনি নিজেকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে উল্লেখ করেছেন। অথচ জাপান ভালো করেই জানে বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি নয়। এ ছাড়া চিঠিতে বিএনপি দাবি করেছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিহত হয়েছেন। তবে তিনি যে সামরিক আইন দিয়ে ক্ষমতা দখল করেছিলেন সেটা উল্লেখ ছিল না।
তিনি বলেন, ওই চিঠিতে বিএনপি উল্লেখ করেছে ষড়যন্ত্রের কারণে ২০০৮ সালের নির্বাচনে তারা পরাজিত হয়েছিল। অথচ বাস্তবে গণজোয়ারের কারণে ওই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল।