আর্কাইভ থেকে ইউরোপ

সুইডেনে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু

সুইডেনের ওরেব্রো শহরের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছে নয় আরোহীর সবাই। স্থানীয় সময় বৃহস্পতিবার ডিএইচসি-২ টারবো বিভার উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় পুলিশের উদ্বৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই উড়োজাহাজে আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন। ওরেব্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই রানওয়ের কাছে এটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

সুইস পুলিশের ওয়েবসাইটে বলা হয়, এটা খুবই ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহী মারা গেছে।

এক টুইট বার্তায় সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন জানান, আমি খুবই মর্মাহত ও ব্যথিত। কঠিন এই সময়ে মৃতদের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা জানাই।

২০১৯ সালে সুইডেনের উত্তরাঞ্চলে একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। সেখানেও ৯ জনের মৃত্যু হয়। উড়োজাহাজটিতেও স্কাইডাইভারদের বহন করা হয়েছিল এবং উড্ডয়নের পরপরই তা বিধ্বস্ত হয়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন