আর্কাইভ থেকে ক্রিকেট

মিরাজ-সাকিবের ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ে

মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে ২৭৬ রানে গুটিয়ে গেলো জিম্বাবুয়ে। দলটির হয়ে অভিষিক্ত কাইটানো সর্বোচ্চ ৮৭ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮১ রান এসেছে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে। 

বাংলাদেশের হয়ে দীর্ঘদিন পর টেস্টে ফেরা সাকিব আল হাসান ৪টি, মেহেদি হাসান মিরাজ ৫টি ও তাসকিন আহমেদ ১টি উইকেট লাভ করেন। আগের দিনের ১ উইকেটে ১১৪ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন টেইলর ও কাইটানো। টাইগার বোলারদের হতাশা বাড়িয়ে দ্বিতীয় উইকেটে শতাধিক রানের জুটি গড়েন কাইটানো ও ব্রেন্ডন টেইলর। দুজনই তুলে নেন ফিফটি।

ক্যারিয়ারের একাদশ অর্ধশতক তুলে ৮১ রানে মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে ফিরেন টেইলর। অন্যদিকে অভিষেক টেস্টে ফিফটি পেয়ে কাইটনো থেমেছেন ৮৭ রানে। 

এর আগে টস জিতে বাংলাদেশ মাহমুদউল্লাহর সেঞ্চুরি, অধিনায়ক মুমিনুল, লিটন ও তাসকিন আহমেদের অর্ধশত রানে ভর করে প্রথম ইনিংসে ৪৬৮ রান সংগ্রহ করে। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন