আর্কাইভ থেকে ক্রিকেট

শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের চাই ৭ উইকেট

জিম্বাবুয়েকে ৪৭৭ রানের পাহাড়সম টার্গেট দিয়ে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নেমে চতুর্থ দিন শেষে স্বাগতিকদের ১৪০ রানে ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এতে করে শেষ দিনে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন আরো ৩৩৭ রান। বাংলাদেশের জয়ের জন্য দরকার ৭ উইকেট। 

পাহাড়সম লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে মিল্টন সুম্বাকে হারায় জিম্বাবুয়ে। ইয়াসির আলী রাব্বির ক্যাচ বানিয়ে সুম্বাকে ফেরান তাসকিন। সুম্বা ফেরেন ১১ রান করে। অপর প্রান্তে থাকা অধিনায়ক টেইলর ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে থাকেন। মাত্র ৩৩ বলে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি।

আস্তে আস্তে যখন টেইলর সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন তখনই তাকে ফেরান মেহেদি হাসান মিরাজ। ব্যক্তিগত ৯২ রান করে মিরাজের বলে কট এন্ড বোল্ড হয়ে ফেরেন টেলর। শেষ বিকেলে এসে সাকিব আল হাসান ১০২ বলে ৭ রান করা কাইতানোকে লেগ বিফোরের ফাঁদে ফেলে। 

এর আগে হারারেতে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে জোড়া শতকের দেখা পায় বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামের ক্যারিয়ারের প্রথম শতকের পাশাপাশি ক্যারিয়ারে দ্বিতীয় শতক হাঁকিয়েছে নাজমুল হোসেন শান্ত। এই দুজনের ব্যাটে চড়ে রানে পাহাড়ে চড়ে সফরকারীরা।
 
টাইগারদের দ্বিতীয় ইনিংসে একবারই উদযাপনের সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে। এরপর সাদমান-শান্ত জুটিকে শুধু বল করেই গেছে ব্রেন্ডন টেলরের দল। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন