আর্কাইভ থেকে বাংলাদেশ

আজই জানা যাবে ঈদ কবে

আজ রোববার (১১ জুলাই) বাংলাদেশে জিলকদ মাসের ২৯ তারিখ। আরবি মাস (চন্দ্র মাস) ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। সেই হিসাবে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে বৈঠকে বসবে।

যদি আজ দেশের আকাশে চাঁদ দেখা যায়, তাহলে ১৪৪২ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে ১২ জুলাই থেকে। ঈদুল আযহা বা কুরবানির ঈদ হবে ২১ জুলাই বুধবার। আর আজ চাঁদ দেখা না গেলে জিলহজ মাস শুরু হবে ১৩ জুলাই থেকে। ঈদুল আযহা বা কুরবানির ঈদ হবে ২২ জুলাই বৃহস্পতিবার।

এদিকে, সৌদি আরবে রোববার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

এ সম্পর্কিত আরও পড়ুন