আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ডেল্টার সংক্রমণ বেড়েছে এশিয়ার কয়েকটি দেশে

ভারতের পর করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এশিয়ার কয়েকটি দেশে। করোনার সংক্রমণ বেড়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশে। তবে এসব দেশে যে গতিতে সংক্রমণ বাড়ছে সে হারে টিকাদান কর্মসূচি বাড়েনি।

বিশেষজ্ঞরা জানিয়েছে, এশিয়ায় টিকা কার্যক্রমে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে মঙ্গোলিয়া। করোনার সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে টিকার বিকল্প নেই।

গেল বছরের শেষের দিকে ভারতেডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়েছিল। ভাইরাসটি ভারতব্যাপী ছড়াতে খুব বেশি সময় নেয়নি। ডেল্টার ধাক্কায় ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে। করোনা পরিস্থিতি আগের তুলনায় ভাল হলেও ডেল্টা এখন ছড়িয়েছে এশিয়ার অন্য দেশগুলোতে। 

ডেল্টার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে অক্সিজেন ও শয্যা সংকট দেখা দিয়েছে। গেল তিন সপ্তাহে করোনা শনাক্তের ৬০ ভাগই ডেল্টা। দেশটিতে ধীরগতিতে চলছে টিকা কার্যক্রম। ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত মাত্র ৫ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। সংক্রমণ রোধে ২০ জুলাই পর্যন্ত লকডাউন দিয়েছে দেশটি।

গেল মে মাসে ডেল্টার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছিল ভারতের প্রতিবেশী দেশ নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায়। বর্তমানে আগের তুলনায় সংক্রমণ কমলেও টিকা কার্যক্রম ধীরগতিতে চলায় উদ্বেগ বেড়েছে এসব দেশে। আফগানিস্তানে ব্যাপকহারে ডেল্টা বাড়ে জুন মাসে। রাজধানী কাবুলে সংক্রমণের ৬০ শতাশই ছিল ডেল্টা।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডেল্টার সংক্রমণ বাড়তে শুরু করেছে বাংলাদেশ, থাইল্যান্ড ও মঙ্গোলিয়ায়। বাংলাদেশে মে এর মাঝামাঝি সময়ে বাড়তে শুরু করে করোনার সংক্রমণ। রাজধানী ঢাকায় ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত করোনা শনাক্তের ৬৮ শতাংশই ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট।

জুনের শেষ নাগাদ থাইল্যান্ডে করোনার ফুল ডোজ নিয়েছে ৪ শতাংশ মানুষ। গেল সপ্তাহে রাজধানী ব্যাংককে করোনা শনাক্তের ২৬ শতাংশই ডেল্টা।

এশিয়ায় টিকা কার্যক্রমে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে মঙ্গোলিয়া। দেশটির ৫০ ভাগের বেশি মানুষকে টিকার ফুল ডোজ দেওয়া হয়েছে। টিকা কার্যক্রম ভাল চললেও লকডাউন না থাকায় মঙ্গোলিয়ায় সংক্রমণ বাড়ছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন