আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনার আলাদা দুটি ধরনে একই সময়ে অনেকেই আক্রান্ত

একই সময়ে এক ব্যক্তি করোনার আলাদা দুটি ধরনে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। বেলজিয়ামে ৯০ বছর বয়সী একজন নারীর শরীরে একই সময়ে আলফা ও বিটা ধরন শনাক্তের পর এ আশঙ্কা জানায় তারা।

চিকিৎসকরা বলছে, গেল মার্চে মারা যাওয়া ওই নারী ভিন্ন ধরন বহনকারী দুই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিরল হলেও আলাদা ধরনে যে কারো আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় চিকিৎসকরা।

এর আগে জানুয়ারিতে ব্রাজিলের বিজ্ঞানীরা জানিয়েছিল, দেশটিতে দুইজনের মধ্যে দুইটি ধরন শনাক্ত হয়েছিলো। সাম্প্রতিক সময়ে এই ধরনের আক্রান্ত ব্যক্তির কথা জানিয়েছিল পর্তুগালের বিজ্ঞানীরাও।

তবে বিশেষজ্ঞরা বলছে, এ ধরনের সংক্রমণে উপসর্গ ও টিকার কার্যকারিতার তথ্য পেতে আরও অনেক গবেষণা করা প্রয়োজন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন