আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

দাবানল-দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

দাবদাহ তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে। এর প্রভাবে ভয়াবহ দাবানল ছড়িয়েছে ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মাইলের পর মাইল বনভূমি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আক্রান্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবদাহের কারণে পশ্চিমাঞ্চলের তিন কোটির বেশি মানুষকে সতর্কতা মেনে চলতে বলেছে কর্তৃপক্ষ।

পুড়েই চলেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য। দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছে দুই ফায়ার সার্ভিস কর্মী। রোববার হাজারও একর জমি দাবানলে পুড়ে গেছে। আগুন ছড়িয়েছে লোকালয়েও। আক্রান্ত এলাকার শত শত বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

দাবদাহ চলছে ক্যালিফোর্নিয়া, অরেগন, নেভেদাতেও। কর্তৃপক্ষ জানায়, দাবদাহের কারণে দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীদের বেগ পেতে হচ্ছে। আগামী কয়েকদিন ক্যালিফোর্নিয়ায় আরও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর তিন কোটির বেশি মানুষকে সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।

লাস ভেগাসে রেকর্ড ভেঙে তাপমাত্রা পৌঁছেছে ৪৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। স্থানীয়দের শীততাপ নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছে, জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব এমন আবহাওয়া সৃষ্টির জন্য দায়ী।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন